স্ক্যালোনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করলো আর্জেন্টিনা

২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনাল হারার পর আর্জেন্টাইন ফুটবলে অভাব ছিল একজন যোগ্য কোচের। রাশিয়া বিশ্বকাপে যার অভাব হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল মেসিরা। দলে যোগ্য খেলোয়াড় থাকলেও ভালো মানের কোচের অভাবে বিদায় নিয়েছিলো ২০১৮ বিশ্বকাপ থেকে। দেশিটির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় ভালো মানের কোচ নিয়োগ দিতে ব্যর্থ হয়েছিল।

এমন অবস্থায় লিওনেল স্ক্যালোনিকে মেসিদের কোচ হিসেবে নিয়োগ দেয় এএফএ। স্ক্যালোনি তখন আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের দায়িত্বে ছিলেন। কম খরচে এর থেকে ভালো অপশন ছিলো না দেশটির কাছে, অভাবের কারণে নেওয়া সিদ্ধান্তই বাজিমাত করেছে আজেন্টিনা। জাতীয়ে দলে এসে মেসিদের কোপা আমেরিকা ও বিশ্বকাপ শিরোপা জিততে বিশেষ অবদান রাখেন। ইউরোপের গতিময় ফুটবলের সাথে লড়ায় করার কৌশলটা মেসিদের শিখিয়েছেন স্ক্যালোনি।

বিশ্বকাপের পর শেষ হয়েছে জনপ্রিয় এই কোচের চুক্তির মেয়াদ। কিন্তু সোনার হরিণটাকে হাত ছাড়া করতে চায়না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, কোপা আমেরিকা থেকে ফিনালিসিমার শিরোপা এবং সাফল্যের মুকুটে সর্বশেষ সংযোজন বিশ্বকাপের আরাধ্য সোনালি ট্রফি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্ক্যালোনির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। এবার নতুন করে চুক্তি হতে যাচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন গনমাধ্যমকে এসকল বিষয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়া।

এনবিএস/ওডে/সি

news