দক্ষিণ-আফ্রিকার টেস্ট দলের অধিনায়কের দ্বায়িত্ব পেলেন বাভুমা

সাবেক কোচ মার্ক বাউচার পরবর্তী যুগে টেস্ট দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের জায়গায় টেস্টের জন্য বেছে নেওয়া হয়েছে তেম্বা বাভুমাকে।  

২০২১ সালের মাঝামাঝি টেস্ট অধিনায়কের দায়িত্ব পান এলগার। তার পর জিতেছেন প্রথম চারটি সিরিজ। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় হারের তিক্ত স্বাদ পেয়েছেন তিনি। ১৫ টেস্টে নেতৃত্ব দেওয়া এলগার দায়িত্বে না থাকলেও খেলোয়াড় হিসেবে দলে থাকবেন।

এর আগের ওয়ান্ডে ও টি-টোয়েন্টি দলের দ্বায়িত্বে ছিলেন বাভুমা। তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বর্তমানে টেস্ট ও ওয়ান্ডে দলের দ্বায়িত্ব তলে দেন বাভুমার কাঁধে। টেস্ট অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।

এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে ঘোষিত টেস্ট দলেও ব্যাপক পরিবর্তন এনেছে প্রোটিয়ারা। বাদ পড়েছেন রাসি ভন ডার ডুসেন, কাইল ভেরেইন ও লুঙ্গি এনগিদি। সারেল এরউইকে জানিয়ে দেওয়া হয়েছে লাল বলের ক্রিকেটে তিনি আর বিবেচিত হচ্ছেন না। তাতে ফেরার সুযোগ পেয়েছেন এইডেন মারক্রাম। থিউনিস ডি ব্রুইনকেও বলা হয়েছে লাল বলের ক্রিকেটে বোর্ডের পরিকল্পনায় নেই তিনি। যে কারণে এই ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টনি ডি জোরজি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে ফিরেছেন কিগান পিটারসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, টনি ডি জরজি, ডিন এলগার, সিমন হার্মার, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আইনরিখ নর্কিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

এনবিএস/ওডে/সি

news