জিম্বাবুয়ে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় সমর্থক নিষিদ্ধ

ক্রিকেট স্পট ফিক্সিং অনেক পুরোনা একটি ঘটনা। স্পট ফিক্সিংয়ে শিকার হয়ে অনেক ক্রিকেটারের জীবন শেষ হয়েছে। এবার ক্রিকেটার নয় সমর্থককে নিষিদ্ধ করলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

এডওয়ার্ড ওয়াল্টার মুপাঙ্গানো নামে ওই সমর্থক জিম্বাবুয়ে পেসার লুক জংওয়েকে সরাসরি ফিক্সিংয়ের প্রস্তাব করেন। তবে জংওয়ে বিষয়টি ক্রিকেট নীতি নির্ধারকদের জানালে প্রস্তাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ক্রিকেট জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোডের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এডওয়ার্ড ওয়াল্টার মুপাঙ্গানো নামের ওই সমর্থক গত বছরের ৪ অগাস্ট জঙ্গুইকে প্রস্তাব দেন। প্রস্তাবটি ছিল এমন-একটি আন্তর্জাতিক ম্যাচে সেই সমর্থক যেভাবে বলবেন, জঙ্গুইকে সেভাবেই বোলিং করতে হবে। যার বিনিময়ে জঙ্গুইকে দেওয়া হবে ৭ হাজার মার্কিন ডলার। তবে লোভে পড়েননি ২৮ বছর বয়সী জঙ্গুই। আইসিসির নিয়ম অনুযায়ী জঙ্গুই এই ঘটনা সাথে সাথে বোর্ডকে জানিয়ে দেন। তদন্ত করে জেডসি ঘটনার সত্যতা পেয়ে সেই সমর্থকের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে।

এই শাস্তির ফলে মুপাঙ্গানো আগামী পাঁচ বছর জেডসি-এর আয়োজিত টুর্নামেন্ট, কার্যক্রমের পাশাপাশি সব ভেন্যুতে নিষিদ্ধ থাকবেন। তদন্তকারীদের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন মুপাঙ্গানো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ফিক্সিং ও অন্য কোনো ক্রীড়া দুর্নীতিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে দেশের আইনের অধীনে আনার আহ্বান জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

এনবিএস/ওডে/সি

news