সোমবার দেশে ফিরছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

বিপিএল চলায় জাতীয় দলের কোচিং স্টাফরা ছুটি কাটাতে নিজ দেশে গিয়েছিলেন। বিপিএল শেষে আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিচ্ছেন কোচিং স্টাফের সদস্যরা। জাতীয় দলের হেড কোচ হাতুরুশিংহে ২০ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবেন এবং ২৩ তারিখ থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

অন্যদিকে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সোমবার দেশে আসছেন। সবশেষ ভারতের বিপক্ষে ঘরের মাটিতে তাসকিন-মোস্তাফিজদের সিরিজ শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া পেসার। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের উদ্দেশ্যে আজকের ফ্লাইটে ওঠার কথা রয়েছে ডোনাল্ডের।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। পরে ডোনাল্ডের সঙ্গে নতুন করে আবারও চুক্তি করেছে বিসিবি। নতুন চুক্তি অনুযায়ী ভারতের মাটিতে নির্ধারিত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে।

আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ইতোমধ্যে প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি।

 এনবিএস/ওডে/সি

 

news