ভেন্যু সংকটের মধ্যদিয়ে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বিপিএলের নবম আসর শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে ডিপিলের সময় সূচি । কিন্তু ভেন্যু সংকটে পড়েছেন ম্যানেজমেন্ট। বিপিএল, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সফর সব মিলিয়ে বেশ ব্যস্ত মিরপুর স্টেডিয়াম। তার মধ্যে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবারের আসর।

আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ১২ দলের এই টুর্নামেন্ট। ১ ও ২ মার্চ হচ্ছে দলবদল। একসঙ্গে অনেক খেলা থাকায় পুরো মৌসুমের জন্য মিরপুর স্টেডিয়ামকে পাচ্ছে না ঢাকা মেট্রোপলিস ক্রিকেট দল (সিসিডিএম)। তবে বিকল্প হিসেবে এবার থাকছে ফতুল্লা স্টেডিয়াম। গতকাল বিসিবিতে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বসে মৌসুমটি শুরুর পরিকল্পনা তৈরি করেছে সিসিডিএম। এ মৌসুম থেকে ম্যাচসেরা খেলোয়াড়কে প্রাইজমানি দেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরা তিন খেলোয়াড়কেও পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের ব্যস্ততা মাথায় রেখে বৈঠকের পর এমনই নিশ্চিত করেন সিসিডিএম চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী, আমরা সিদ্ধান্ত নিলাম মার্চের ১৫ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশন শুরু করব। শুরুতে আমরা হয়তো শেরেবাংলা দু-তিনটা খেলার জন্য পাব। তারপর যখন আয়ারল্যান্ডকে টেস্টের জন্য ছেড়ে দিতে হবে, তখন আমরা বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লাকে ব্যবহার করব।

এছাড়া বিকেএসপিতে যাতায়াত সমস্যার কারণে আধঘণ্টা পিছিয়ে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। তিনি আরো বলেন, রোজা চলে আসছে তাই রোজার সময় সব ম্যাচ ৯.৩০টায় শুরু হবে। ডিপিএলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাখতে স্পোর্টিং উইকেট চেয়েছে।

এবার ডিপিএলে ম্যাচসেরার পুরস্কার থাকছে ১০ হাজার টাকা। এ ছাড়াও সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেটশিকারি ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়কে দেওয়া হবে ২ লাখ টাকা করে আর্থিক পুরস্কার। প্রতি মৌসুমে কিছু ক্লাবের বিরুদ্ধে পারিশ্রমিক জটিলতার কথা শোনা যায়, তবে আনুষ্ঠানিক অভিযোগ এলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে তারা।

 এনবিএস/ওডে/সি

news