নাগপুরের পর দিল্লি টেস্টেও জিতলো ভারত

বোর্ডার-সুনীল গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হরিয়ে ২-০ তে সিরিজ জয়ে এগিয়ে গেল ভারত। পরের ম্যাচে জয় অথবা ড্র করলেই সিরিজ জয় নিশ্চিত ভারতের।

দিল্লি টেস্টে দ্বিতীয় দিনে ভারতকে অলআউট করে ম্যাচে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি অজিদের। ব্যাটিংয়ে নেমে হেড ৪৩ রান ও ল্যামবুশেন ৩৫ রানে করে আউট হলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। এদিন ব্যাটে রান পাননি স্টিভেন স্মিথ। মাত্র ৯ রান করে ফেরেন এই অজি ব্যাটার। এরপর আর কেউ দুই অঙ্কের ঘর পার করতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ১১৩ রানের লিড নিয়ে অলআউট হয় অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনে মাঠে নেমে জাদেজার স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। ইনজুরি থেকে ফিরে প্রথম টেস্ট জয়ের নায়ক জাদেজা, দিল্লি টেস্টের তৃতীয় দিনে একাই ৭ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। দলের আরেক স্পিনার অশ্বীন তিন উইকেট শিকার করেন। দিল্লি টেস্টে ১০ উইকেট শিকার করে ম্যাচ সেরা রাবিন্দ্র জাদেজা।

জয়ের জন্য ১১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ রানে রাহুল আউট হলেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেন রোহিত শর্মা। ২১ বলে ৩০ রান করে ফেরেন রোহিত। এরপর ভিরাট কোহলি ২০ রানে আউট হলে পুজারার ৩১ ও শ্রিকার ভারাতের ২৩ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটের সহজ জয় পায় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে ন্যাথেন লায়ন ২ উইকেট ও এক উইকেট শিকার করেন মুর্ফি।

 এনবিএস/ওডে/সি

news