ওসাসুনার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেলো রিয়াল মাদ্রিদ

দলের নির্ভরযোগ্য ফুটবলার করিম বেনজেমাকে বাইরে রেখে ওসাসুনার বিরুদ্ধে দাপটের সঙ্গেই জিতেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো কোচ কার্লো আনচেলত্তির দল।

শনিবার রাতে ওসাসুনার মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ভালভেরদের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।

ওসাসুনার বিপক্ষে ইনজুরির কারণে করিম বেনজেমার অনুপস্থিতিতে আক্রমণভাগে কিছুটা বেগ পেতে দেখা গেলো রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধের অবশ্য রিয়ালের উন্নতি ছিল চোখে পড়ার মতো। ৫২ মিনিটে বল জালে জড়িয়েছিলেন ভিনিসিউস। কিন্তু অফসাইডে থাকায় বাতিল হয় তার গোল।  

সফরকারীদের গোলের জন্য আর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৭৮ মিনিটে ভিনিসিউসের পাস থেকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন ফেদে ভালভেরদে। ৮৯ মিনিটে আরও একবার বাতিল হয় ভিনিসিউসের গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

এ জয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোর পয়েন্ট ৫৬।

 এনবিএস/ওডে/সি

news