স্প্যানিশ লিগে কাদিসকে ২-০ গোলে হারালো বার্সেলোনা

বার্সেলোনা জিতলেও তাদের ঘাম ঝড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ কাদিস। দুর্দান্ত লড়াই করে দু’দুবার জালে বল পাঠিয়েছে। গোল দুটো বাতিল হয়ে যায়।

এর পরই বার্সেলোনার ঝড়। তিন মিনিটের মধ্যে দুবার গোল করলো কোচ জাভি হার্নান্দেসের বার্সা। সেই সঙ্গে সংহত করলো লিগ টেবিলের শীর্ষস্থান। ক্যাম্প ন্যুয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। সের্হি রবের্তো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি।

লিগে বার্সেলোনা এই নিয়ে টানা সাত ম্যাচ জিতল, অপরাজিত রইল টানা ১৩ ম্যাচে (১২ জয়, ১ ড্র)। শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে আবারও ৮ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে কাতালান দলটির ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কার্লো আনচেলত্তির দল।

ইউরোপা লিগে গত বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ ড্র ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন এনে খেলতে নামে বার্সেলোনা। শুরু থেকে বল দখলে রেখে বারবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলছিল তারা।

 এনবিএস/ওডে/সি

news