শেষ ম্যাচে দক্ষিণ-আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা। কেপ টাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্নের নাম বাংলাদেশের কাছে। আগের আসরগুলোতেও শুধু অংশগ্রহণ করেই শেষ হয়েছে তাদের বিশ্বকাপ অভিযান। সময় গড়িয়েছে তবে, পারফরম্যান্সে সেই আগের জায়গাতেই আটকে আছে জ্যোতি দল। অথচ বিশ্বকাপ শুরুর আগে সেমিফাইনালে খেলার আকাশছোয়া প্রত্যাশার বেলুন উড়িয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল নারী দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র কদিন আগে এখানেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারায় দিশা বিশ্বাসরা। অনুজদের অনুপ্রেরণায় এবার জ্বলে ওঠার লক্ষ্য ছিল জ্যোতিদের। তবে, প্রত্যাশার বুলি আর বাস্তবতা এক হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে আসর শুরু হয় টাইগ্রেসদের।

ছন্নছাড়া ব্যাটিং, বাজে ফিল্ডিংয়ে খেসারত প্রতিটি ম্যাচেই দিয়ে আরও একবার শূন্য হাতে বাড়ি ফেরার শঙ্কায় জ্যোতিরা। কেপটাউনে নারী দলের সামনে শেষ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে প্রোটিয়া নারীরাও হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শূন্য। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র এক ম্যাচে। শেষটায় একটা জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ।

লাকি ভেন্যু থেকে পারবে তো জ্যোতিরা গ্রুপ পর্ব থেকে খালি হাতে ফেরার তকমা ঘোঁচাতে। দু'দলের শেষ ৬ ম্যাচের একটিতেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে ৩০ রানে হেরে যায় টাইগ্রেসরা।

 এনবিএস/ওডে/সি

news