রবিনহোকে ব্রাজিলের কারাগারে রাখার দাবি ইতালির

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রবিনহোকে ধর্ষণের দায়ে সাজা দিয়েছে ইতালির আদালত। তারকা এই ফুটবলারসহ ধর্ষণের সঙ্গে ছয়জনের সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে দেশটির আদালত। কিন্তু ব্রাজিলে থাকায় রবিনহোর সাজা নিশ্চিত করতে পারেনি ইতালির আদালত।

ব্রাজিলের সাবেক এই ফুটবলারকে গ্রেপ্তারের লক্ষ্যে ইতালির আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। তাতেও কাজ না হওয়ায় দেশটির আইন মন্ত্রণালয় ব্রাজিলের আইন মন্ত্রণালয়কে এক চিঠি দিয়ে রবিনহোকে ব্রাজিলের কারাগারে সাজা নিশ্চিত করার দাবি জানায়।

ব্রাজিলের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির বিচার বিভাগ ইতালির চিঠির প্রেক্ষিতে ওই ক্রীড়াবিদের সাজার বিষয়টি বিবেচনা করে দেখবে। এছাড়া আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছে।

এর আগে, রবিনহোকে হস্তান্তর করার জন্য ব্রাজিলের আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল ইতালির আইন মন্ত্রণালয়। কিন্তু সে সময় বিশ্বকাপ খেলা এই ফুটবলারকে হস্তান্তর করতে রাজি হয়নি ব্রাজিল

এনবিএস/ওডে/সি

news