পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে চান শোয়েব আখতার
একসময় বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস ছিলেন পাকিস্তানি তারকা শোয়েব আখতার । বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের জন্য হয়ে উঠেছেন ত্রাস। পাকিস্তান ক্রিকেটের কট্টক সমালোচক। বিভিন্ন টেলিভিশন আর সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করতে মোটেও পিছপা হন না শোয়েব।
এবার ক্রিকেট প্রশাসনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই ফাস্ট বোলার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বোর্ডের চেয়ারম্যান হতে চাই। দেশ থেকে অনেক তারকা তুলে আনতে চাই। প্রথমে দেশের ক্রিকেট থেকে ৫০ জন তারকা, তার পর সেটা বাড়িয়ে ১০০, ২০০ থেকে ২০০০ তারকা ক্রিকেটার তুলে আনতে চাই। পাকিস্তান ক্রিকেটের কাছে আমি অনেকাংশে ঋণী। তাই এবার দেশের ক্রিকেটকে সেবা করাই আমার লক্ষ্য।

বর্তমানে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নাজাম শেঠি। পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার রামিজ রাজাকে সরিয়ে নাজামকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শোয়েব। বরং পাকিস্তানের ক্রিকেটারদের ইংরেজি বলতে না পারা ভাবাচ্ছে তাকে।

তিনি বলেন, দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। কেউ ভালো করে কথা বলতে জানে না। পুরস্কার বিতরণীতে এসে অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হয়। ইংরেজি শেখা এবং তাতে কথা বলা এতই কঠিন নাকি? ক্রিকেট একটা কাজ। সংবাদমাধ্যমকে সামলানো আর একটা কাজ। যদি কথা বলতে না জানো, তা হলে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টিভিতে এসে মুখ খোলার কোনো অধিকার তোমাদের নেই।

এনবিএস/ওডে/সি

news