৭ বছর পর ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় পৌছাবে ইংল্যান্ড দল।

ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ১ মার্চ মিরপুরে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ান্ডে সিরিজের দুই ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি হবে চট্ট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯ মার্চ চট্টগ্রামে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ ও ১৪ মার্চ বাকি দুটি টি- টোয়েন্টি খেলতে ইংলিশরা ফিরে আসবে মিরপুরে। ২০১৫ ও ২০১৭ সালে শক্তিশালী ইংল্যান্ডদের হারিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল বাংলাদেশ। এ পর্যন্ত ২১ বার ইংলিশদের মুখোমুখি হয়েছে টাইগাররা। ১৭ জয় নিয়ে এগিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। অন্যদিকে ৪ জয় বাংলাদেশের, ইংল্যান্ড পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ঘরের মাঠে ওয়ানডে ফর্মেটে কতটা শক্তিশালী তা সবার জানা। বাংলাদেশের কাছে গত সিরিজে রোহিত-কোহলিরা ওয়ানডে ফর্মেটে ট্রফি হারিয়ে দেশে ফিরে যায়।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে সেরা ইংলিশরা। শেষ বিশ্বকাপে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে পরাজয় টাইগারদের।

অন্যদিকে ইংলিশদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকেই ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিমের বাংলাদেশ সফর নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য খেলার ভেন্যু অনুশীলনস্থল, আবাসনস্থল, যাতায়াত এস্কর্ট ও ভ্রমণকালে খেলোয়াড়দের জন্য থাকছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

খেলোয়াড়দের হোটেলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়রা যখন রাস্তা দিয়ে যাবে তাদের ভিভিআইপি মর্যাদায় রোড প্রটেকশন দেয়ার ব্যবস্থা থাকবে। স্টেডিয়ামের নিরাপত্তার জন্য ডিএমপি ও বিসিবি যৌথভাবে কাজ করছে।

এনবিএস/ওডে/সি

news