আগস্টে ইরানে যাবে বাংলাদেশ ভলিবল দল

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের সহযোগিতায় আগামী ১৩-১৬ মার্চ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২৩।

এই টুর্নামেন্টে অংশ নেওয়া সেরা খেলোয়াড়দের বাছাই করে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে সুযোগ দেওয়া হবে। আগামী ১৮-২৬ আগস্ট পর্যন্ত ইরানে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ।

এই টুর্নামেন্টে ইতোমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং তিতাস। আগ্রহী দলগুলো আগামী ৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

আসন্ন এই প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক ফজলে রাব্বি বাবুল ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরটিভি

এনবিএস/ওডে/সি

news