হৃদয়কে দলে নেওয়ার কারন জানালেন হাবিবুল বাশার

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে চলা ম্যাচ প্র্যাক্টিসে দারুণ ব্যাটিং করছিলেন তৌহিদ হৃদয়। তার দল ৬ ওভারে ১ উইকেটে ৬৩ রান করে। হৃদয় একাই ৩৩ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার যখন হৃদয়রা ম্যাচ প্র্যাক্টিস করছিলেন তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। হৃদয়কে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়ার কারণ ব্যাখ্যা দিয়েছেন গণমাধ্যম কর্মীদের।

বাংলাদেশ ‘এ’ দলসহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর সদ্য সমাপ্ত  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অসাধারণ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বাশার বলেন, এই ছেলে (তৌহিদ হৃদয়) রান করছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’তে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করছে, তা কিন্তু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফর্মম্যান্সই খুব বেশি চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফর্মম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করে না।

এবারের বিপিএলে হৃদয় রান করেছেন, কিন্তু যেভাবে তিনি খেলেছেন নজর কেড়েছেন সবার। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫। চার মেরেছেন ৪৩টি আর ছয় ১৩টি।

প্রথম শ্রেণি বা অন্য জাযগায় ডিফারেন্ট ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি শুধু বিপিএল না। বিপিএল ছিল মাত্র তবে শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল এভাবেই বলেছেন বাশার।

এনবিএস/ওডে/সি

news