আসন্ন দল বদলে মেসি ও বুস্কেটসকে চায় আমেরিকার মিয়ামি ক্লাব
আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামি দলে ভেড়াতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে। একই সঙ্গে সার্জিও বুস্কেটসকে দলে ভেড়ানোর ব্যাপারেও আগ্রহ রয়েছে ক্লাবটির। ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল জানান, মেসি এবং বুস্কেটস দুইজনই তাদের নজরে রয়েছে।
বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন মেসি আর বুস্কেটস খেলছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। চলতি মৌসুমেই তারকা এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজি ও বার্সেলোনার। নতুন করে এখন অবধি চুক্তি না করায় গুঞ্জন উঠে ক্লাব বদল করতে পারেন মেসি ও বুস্কেটস।
মেসি ও বুস্কেটসের ওপর আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিও যে নজর রাখছে সেটি স্বীকার করেছেন ক্লাবটির কোচ ফিল নেভিল। তিনি জানান, বিশ্বের সেরা ফুটবলারদের দলে ভেড়াতে চায় ইন্টার মিয়ামি।
ফিল নেভিল বলেন, আমরা বিশ্বের সেরা ফুটবলারদের দলে ভেড়াতে চায়। মেসি এবং বুস্কেটস এমন দুইজন ফুটবলার যারা বিগত কয়েক বছর ধরে মাঠের পারফরম্যান্সে নিজেদের আলাদা করেছে। তারা এমন ফুটবলার যারা আমাদের জন্য ব্যাপক উপকার বয়ে আনবে। ইন্টার মিয়ামির জন্য তারা ম্যাচের চিত্র বদলে দিতে পারে।
এনবিএস/ওডে/সি

