জুনিয়র বিশ্ব কাবাডি খেলতে ইরান যাচ্ছে বাংলাদেশ

ইরানে অনুষ্ঠিত ২য় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ অংশ গ্রহন করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।  ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত টুর্নামেন্টের জন্য শুক্রবার ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জুনিয়র ওয়ার্ল্ড কাবাডিতে অংশ নিতে যাচ্ছে। প্রথম আসরে তৃতীয় হওয়া বাংলাদেশ দলের এবারের লক্ষ্য ফাইনাল খেলা। টুর্নামেন্টে অংশ নেয়া ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে।

বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে শুক্রবার ফেডারেশনর সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের উপস্থিতিতে দল ঘোষণা করেন সহ-সভাপতি হাফিজুর রহমান খান।

আইজিপি কাপ যুব কাবাডির চুড়ান্ত পর্ব থেকে ৫০, আঞ্চলিক পর্ব থেকে ৪, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিভা অন্বেষণ থেকে ১৫, বিকেএসপি থেকে ১৩ জনসহ মোট ৮২ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর তাদেরকে নিয়ে ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডির অধীনে ২ মাস ধরে আবাসিক ক্যাম্পের আয়োজন করে কাবাডি ফেডারেশন।

দুই ধাপে ট্রায়াল নিয়ে এদের মধ্য থেকে ১৮ জন বাছাই করে তাদের নিয়ে ১ মাসের ক্যাম্প শেষে ১২ জনের দল চূড়ান্ত করা হয়েছে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনবিএস/ওডে/সি

news