ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ফলোঅনের ফাঁদে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েলিংটনে দ্বিতীয় দিনে ইংলিশ তাণ্ডবে বিধ্বস্ত কিউইরা। ব্যাটিংয়ে নেমে ফলোঅনের ফাঁদে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারছে না নিউজিল্যান্ড। ইংলিশরা টেস্টে করছে ওয়ানডের ব্যাটিং। প্রতিপক্ষকে চাপে রাখছে বোলিংয়েও।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে আগের দিনের সেঞ্চুরিয়ান হেরি ব্রুক মাত্র দুই রান যোগ করে ১৮৬ রান করে সাঁজ ঘরে ফেরেন। অন্যদিকে ওয়ানডে মেজাজে ব্যাট করেতে থাকেন জো.রুট। ১৫৩ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। এই দিন ডাক আউট হন অধিনায়ক বেন স্টোক। প্রায় ৫ রানরেটে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে ডিক্লেয়ার করে ইংল্যান্ড।

শুরুতে বোলিং ভালো করলেও ইংলিশদের চাপে রাখতে পারেনি ন্উিজিল্যান্ড। কিউই পেসার ম্যাট হেনরি নেন ৪ উইকেট। দুটি উইকেট শিকার অফস্পিনার মাইকেল ব্রেসওয়েলের।

জবাব দিতে নেমে শুরুতেই জেমস অ্যান্ডারসনের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ২১ রানের মধ্যে তিনি সাঁজ ঘরে ফেরান টপঅর্ডারের তিন ব্যাটার ডেভন কনওয়ে (০), কেন উইলিয়ামসন (৪) আর উইল ইয়ংকে (২)।

টম লাথাম প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩৫ রান করে জ্যাক লিচের শিকার হন তিনি। ১০৩ রানে ৭ উইকেট হারানোর পর টম ব্লান্ডেল আর টিম সাউদি দলকে অলআউট হওয়া থেকে রক্ষা করে।

ব্লান্ডেল ২৫ আর সাউদি ২৩ রানে অপরাজিত ইনিংসে ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা। এখনও তারা পিছিয়ে ২৯৭ রানে। অর্থাৎ ফলোঅন এড়াতে এখনো ৯৮ করতে হবে স্বাগতিকদের।

এনবিএস/ওডে/সি

news