গ্রামীণফোন-বাংলালিংকের ভালোবাসা বিনিময়ে সঙ্গী হলেন সাকিব
দেশের সবচেয়ে অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নেটওয়ার্ক বিভ্রাটে পড়ে। এই বিভ্রাটে সাময়িকভাবে কল করতে অসুবিধা হয় বিপুল সংখ্যক গ্রাহকের।
বিভ্রাটের ওই সময়টায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইলে ফোনের নেটওয়ার্ক পাচ্ছিলেন না। ফলে কথা বলার পাশাপাশি ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছিল না। যদিও দুই ঘণ্টা পর ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে যায়। মূলত, ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় এই সমস্যা দেখা দেয়।
ঠিক সে সময় দেশের আরেক অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অভিনব কায়দায় গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে আসার বিজ্ঞাপন দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে দারুণ আলোচনা-সমালোচনা হয়।
ওই ঘটনার পরদিনই (শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি) সবাইকে অবাক করে বাংলালিংকে শুভেচ্ছা জানায় গ্রামীণফোন কর্তৃপক্ষ। বাংলালিংক ৪ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করায় তাদের এই অভিবাদন জানায় গ্রামীণফোন।
বাংলালিংককে অভিনন্দন জানানো ওই পোস্টের ক্যাপশনে গ্রামীণফোন লেখে, স্মার্ট বাংলাদেশের পথে বাংলালিংক ডিজিটাল, গ্রামীণফোন, রবি এবং টেলিটক - সবার একসাথে কাজ করার এখনই সময়।
গ্রামীণফোনের এমন অভিনন্দন হৃদয় ছুঁয়েছে বাংলালিংককে কর্তৃপক্ষের। বিপরীতে গ্রামীণফোনকেও ধন্যবাদ জানায় বাংলালিংক। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলালিংক লেখে, ‘ধন্যবাদ প্রিয় গ্রামীণফোন। আমাদের ৪ কোটি গ্রাহকের মাইলফলক অর্জনের শুভেচ্ছার জন্য!’
বাংলালিংককে গ্রামীণফোনের অভিনন্দন জানানো পোস্টটি আবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ক্যাপশনে লেখেন, ‘সবাই একসাথে স্মার্টবাংলাদেশ-এর পথে।
এনবিএস/ওডে/সি

