ঈদের ছুটির আগেই বেতন-পূর্ণ বোনাসসহ বকেয়া পাওনা পরিশোধ করুন

ঈদের ছুটির আগেই শ্রমিক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন , পূর্ণ বোনাসসহ সকল বকেয়া পাওনা পরিশোধ, শ্রমজীবীদের জন্য নিত্যপণ্যের রেশনিং ব্যবস্থা চালু করা এবং জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে আজ ২০ এপ্রিল ২০২২ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর সমাবশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশ থেকে ঈদের ছুটির আগেই শ্রমিক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন , পূর্ণ বোনাসসহ সকল বকেয়া পাওনা পরিশোধ করার আহবান জানানো হয়। বেতন -বোনাস পরিশোধে মালিকদের টালবাহানা সহ্য করা হবেনা উল্ল্যেখ করে নেতৃবৃন্দ বলেন, দেশের সবচেয়ে আলোচিত শিল্প পোষাক শিল্পের শ্রমিকদের মজুরি ২০১০ সাল থেকে পরবর্তী ৯ বছরে বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ একই সময়ে তাদের খাদ্য বাবদ ব্যায় বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ আর আবাসন ব্যায় বেড়েছে ১১০ শতাংশ। ২০১৮ সালের সর্বশেষ মজুরি ঘোষণার পর থেকে বার্ষিক ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ আর খাদ্যসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি হয়েছে ৭০ থেকে ১২০ শতাংশ। অর্থাৎ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আবাসন-চিকিৎসা ব্যায়সহ জীবনযাপনের ব্যায় বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে এবং শ্রমিকদের জীবনমানের মারাত্মক অবনতি হচ্ছে। শ্রমিকদের মজুরির মান ধরে রাখতে এবং তাদের পুষ্টি নিশ্চিত করতে রেশনিং এর মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করতে হবে। 

নেতৃবৃন্দ আয় বৈষম্য কমিয়ে একটি দীর্ঘস্থায়ী স্থীতিশীল শিল্প সম্পর্ক  গড়ে তোলার জন্য জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি শুরু হবে ১ লা মে থেকে অর্থাৎ শ্রমিক-কর্মচারীদের এপ্রিল মাসের পূর্ণ বেতন পাওনা হবে। তাই মজুরি আটকে শ্রমিকদের জিম্মি করার কৌশল বাদ দিয়ে শ্রমিক-কর্মচারীদের ১৫ দিনের নয় এপ্রিল মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় শ্রমিক-কর্মচারীরা ঈদের আগেই প্রাপ্য পাওনা আদায় করতে রাস্তায় নামতে বাধ্য হলে তার দায় মালিকদেরকেই বহন করতে হবে।  

স্কপ যুগ্ম সমন্বয়ক চৌ:ুরী আশিকুল আলম সভাপতিত্বে এবং আহসান হাবিব বুলবুল এর সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহীদুল্লাহ চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন,  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন,  জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি কামাল সিদ্দিকি, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

news