সব পেয়ে গেলে আফসোসের শুরু: নূতন

জীবনের কিছু ক্ষেত্রে সামনে না এগিয়ে পেছনে পরে থাকা ভালো; সব পেয়ে গেলে আফসোসের শুরু হয় বলে মনে করেন ঢাকার সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন। নিয়মিত সামাজিক মাধ্যমে নিজস্ব অনুভূতি ভক্তদের সাথে শেয়ার করেন তিনি। এবার তেমনই এক অনুভূতির কথা লিখলেন এই অভিনেত্রী।

২৬ ফেব্রুয়ারি (রোববার) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন নূতন। সেখানে তিনি লিখেছেন, ‘জীবনের কিছু কিছু ক্ষেত্রে পেছনে পড়ে থাকা ভালো। তাহলে সামনে যাওয়ার চেষ্টা থাকে। সব ক্ষেত্রে সামনে চলে এলে, পেছনে চলে যাওয়ার ভয় থাকে। সে ভয় মানসিক উদ্বেগের কারণ হয়। আর, সে উদ্বেগ থেকে অশান্তি হয়।’

এই পোস্টের সাথে নিজের একটি ছবি যুক্ত করেছেন এই অভিনেত্রী। তার পরনে ছিল বাহারি রঙের পোশাক। এর ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, ‘এই পোশাকটা অনলাইন শপ থেকে প্রথমবারের মতো কিনেছি। দামে কম - মানে ভালো।’

১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে নূতনের। তার আসল নাম ফারহানা আমিন রত্না। ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘স্ত্রীর পাওনা’ চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। ৪৫ বছরের অভিনয় জীবনে অভিনয় করেছেন ৩০০-এর কাছাকাছি সিনেমায়।

এনবিএস/ওডে/সি

news