তাহলে ঝেড়ে কাশাই ভালো: ফারুকী

প্রায় চার বছর ধরে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা ও কানাডায়। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। বিদেশের মাটিতে মুক্তি পেলেও দেশে মুক্তি না পাওয়ায় আক্ষেপ করলেন ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

২৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে ফারুকী তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে ‘তাহলে ঝেড়ে কাশাই ভালো’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই কয়দিনে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক শুভানুধ্যায়ী চিঠি লিখেছেন। অনেকেই তাদের ভালো লাগা জানিয়েছেন। আবার অনেকে এটাও বলেছেন, ট্রেলারে কেনো কিছুই দেখাইনি! ট্রেলার দেখে অনেকের কাছে মনে হয়েছে, খুব নিরাপদে বানানো একটা কিছু। এটা অস্বীকার করার কিছু নাই যে, ট্রেলারে আমরা গল্পের ইঙ্গিতবাহী বা হার্ড হিটিং সবকিছু অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আপনারা যদি এর পিছনে কারনটা খেয়াল করেন তাহলে আমাকে হয়তো বুঝতে পারবেন।’

তিনি লিখেছেন, ‘শনিবার বিকেল তো ডুব না যে শান্ত শীতল ট্রেলার হবে। এটা সম্ভবত আমার সবচেয়ে এনগেজিং এবং ইনটেনস ছবি। ছবিজুড়েই আমাদের পরিচয়, আবেগ, সংকট বিষয়ে নানা হার্ডহিটিং মোমেন্টস বা ডিবেট আছে। একজন দর্শক যখন পুরো ছবিটা এক বসায় দেখবে সে তখন পুরো ছবির কনটেক্সটে বিষয়-আশয়গুলো দেখবে। এবং ছবির মূল সুর এবং বক্তব্য বুঝতে পারবে। কিন্তু যখনই এখান থেকে একটা, ওখান থেকে একটা ডায়লগ এনে ট্রেলারে ব্যবহার করবো, দর্শক বিভ্রান্ত হওয়ার গভীর সম্ভাবনা থেকে যাবে।’

ছবিটি দেখার আহবান জানিয়ে ফারুকী লিখেছেন, ‘শনিবার বিকেল ছবির দুইটা সামান্য স্টিল ছবি নিয়ে যা হয়েছিলো, তারপর কি এই ভুল বোঝাবুঝির রাস্তা ওপেন করা ঠিক হতো? মার্চের ১০ তারিখ শনিবার বিকেল রিলিজ হচ্ছে আমেরিকা এবং কানাডাতে। চলেন ছবিটা দেখি। তারপর বলবার মতো অনেক কথাই থাকবে আমাদের। কথা হবে। কারণ কথাই তো বলতে চাই আমরা।’

এনবিএস/ওডে/সি

news