ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল

আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় রয়েছে অনন্ত জলিল অভিনীত চলচ্চিত্র ‘কিল হিম’। ১২ এপ্রিল এফডিসির ২নং ফ্লোরে আয়োজন করা হয় এই সিনেমার টিজার প্রকাশ  অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপ কালে নিজের সততা নিয়ে কথা বলেন অনন্ত জলিল।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আলোচিত, সমালোচিত অনন্ত জলিল- অনেকেই এরকম লিখেন। ‘সমালোচিত’ কেন লিখেন, কোথায় আমার সমালোচনা- এটা আমি নিজেও জানি না। কারণ অনন্ত জলিল এমন কোনো কাজই করে না, যেটা নিয়ে সমালোচনা হবে। আমি মানুষের উপকার করে বেড়াই।’ আসন্ন ঈদে যেসব ছবি মুক্তি পাবে, সবগুলো নিয়েই ইতিবাচক খবর প্রকাশের অনুরোধ করেন এই নায়ক।

তিনি বলেন,‘ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না। আমি কোনো অন্যায় করেছি এটা পাবেন না। আমি মালয়েশিয়া থেকে হিরোইন নিয়ে আসছি, সোনারগাঁও হোটেলে তাকে রেখেছি। কিন্তু আমি ওই এলাকাতেই যাইনি। তখনই বর্ষার সাথে আমার প্রেম ছিলো। বর্ষাকে নিয়েই আমি বাসা থেকে বের হতাম, আবার একসঙ্গেই আমরা শুটিং শেষে বাসায় ফিরতাম। ওই এলাকাতেই ঢুকি নাই আমি। কারণ এগুলো ভালো কাজ না। একজন শিল্পী তার শিল্প দিতে আসবে, আমরা কেন তাকে খারাপ প্রস্তাব দিবো। এগুলো আমি সিনেমায় আসার শুরু থেকেই ঘৃণা করি। কোনো খারাপ জিনিস বেশিদিন টিকসই না।’

নিজের সততা নিয়ে অনন্ত বলেন, ‘আমি দুইশো লোক দিয়ে ভাড়া বিল্ডিংয়ে কাজ শুরু করেছি। আমার সততার কারণে আজকে আমার ৬৪ বিঘার ফ্যাক্টরিতে ১২ হাজার লোক কাজ করে। এটা আমার সততা। এটা না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। ‘সিনেমার লোকরা তো ভালো হয় না’- জনমনে এরকম একটা ধারণা আছে। আমি যখন সিনেমায় পা রাখি, তখন আমার নিজের পরিবার থেকেও এ কারণেই বাঁধা এসেছিলো। কিন্তু তখন আমি বলেছিলাম, সবকিছু নিজের উপর নির্ভর করে। ২০০৮ সাল থেকে সিনেমায়, প্রায় ১৫ বছর হয়ে যাচ্ছে। এতোদিন ধরে সিনেমায় থাকলেও কখনই নিজের চরিত্রে দাগ পড়তে দেইনি।’

মো. ইকবাল প্রযোজিত ও পরিচালিত ‘কিল হিম’ সিনেমায় নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে এবং ভিলেন হিসেবে আছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে একজন এজেন্টের ভূমিকায়। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন এই জুটি।

এনবিএস/ওডে/সি

news