যে কারণে মঞ্চে গিটার ভেঙেছেন সুহার্তো

৫ মে (শুক্রবার) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় ‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ শিরোনামের কনসার্ট। এই কনসার্টের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে মঞ্চে গিটার ভাঙছেন আরবোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট সুহার্তো শেরিফ। ব্যান্ডটির আধঘন্টার পরিবেশনার শেষ পর্যায়ে এমন কান্ড ঘটান তিনি।

হলভর্তি দর্শকের সামনে গিটার ভাঙার বিষয়টি আন্তর্জাতিক রক অঙ্গনে নতুন কিছু নয়। তবে দেশের কনসার্টে এমন দৃশ্য তেমন একটা দেখা যায়নি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সুহার্তো শেরিফ তাঁর গিটার ভেঙে টুকরো টুকরো করছেন। ব্যান্ডের বাকি সদস্যেরাও অন্যান্য বাদ্যযন্ত্র ভাঙছেন। তাঁকে ঘিরে রেখেছেন উৎসাহী দর্শকেরা, দর্শকের অনেকে দৃশ্যটি মুঠোফোনে ধারণ করতে মঞ্চে উঠে পড়েন।’

এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, সেদিন আসলে কী ঘটেছিল? সুহার্তো গিটার ভাঙলেন কেন? এই গিটারিস্ট গণমাধ্যমে জানান, এটি একটি স্টেজ অ্যাক্ট, পরিবেশনার অংশ হিসেবে গিটারটি ভেঙেছেন তিনি। সুহার্তো বলেন, ‘যাঁরা টিকিট কেটে কনসার্টে এসেছিলেন, সেটি (গিটার ভাঙার পরিবেশনা) শুধু তাঁদের জন্যই ছিল। কনসার্টে সবাই সেটিকে আপ্রিশিয়েট করেছেন, ভিডিও করেছেন। এটি ভেন্যুর দর্শকের জন্য একটি এক্সপেরিয়েন্স। আমরা লিনকিন পার্ককে ট্রিবিউট দিচ্ছিলাম। পুরো বিষয়টি শোয়ের একটি অংশ। এটি বিশ্বজুড়ে করা হয়।’

এবারই প্রথম নয়, এর আগেও কনসার্টে গিটার ভেঙেছেন সুহার্তো। ২০১৪ সালে রক নেশন কনসার্টে প্রথমবার গিটার ভাঙতে দেখা গেছে তাকে। তার প্রায় আট বছর পর কোনো কনসার্টে দ্বিতীয়বারের মতো গিটার ভাঙলেন তিনি। মাঝে ‘ভেঙে ফেলো’ নামের গানচিত্রেও গিটার ভাঙতে দেখা গেছে আরবোভাইরাসের সদস্যদের। এর বাইরে দেশের আর কোনো ব্যান্ড কনসার্টে গিটার ভেঙেছে কি না, তা জানা যায়নি। তবে আন্তর্জাতিক অঙ্গনে ‘গানস অ্যান্ড রোজেস’র গিটারিস্ট স্ল্যাশ, কিংবদন্তি গিটারিস্ট জিমি হেন্ডরিক্স, ‘নির্ভানা’ ব্যান্ডের কার্ট কোবেইনকে মাঝেমধ্যেই মঞ্চে গিটার ভাঙতে দেখা যায়।

এনবিএস/ওডে/সি

news