নওশাবার ‘মেঘনা কন্যা’র মুক্তি ১৭ নভেম্বর
অভিনেত্রী নওশাবা আহমেদ খুব বেছে বেছে কাজ করেন। তাই বড় পর্দায় তেমন একটা দেখা যায়না তাকে। এরমধ্যে যেকটা সিনেমায় কাজ করেছেন, সেগুলোতেও নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি। সে হিসেবে এবার তাকে ‘মেঘনা কন্যা’ সিনেমায় একটু বড় পরিসরেই দেখতে পাবে দর্শক।
এ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে নওশাবাকে। নারীপাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত হয়েছে এ ছবি। এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, ‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।’
জানা গেছে সিনেমাটি আগামী ১৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে কাজী নওশাবা আহমেদ ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন প্রমুখ। সংগীত পরিচালনায় চিরকুট ব্যান্ডের সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


