অভিনয় করতে গিয়ে বিহারি গালাগাল দিতে শিখেছি, জানালেন জাহ্নবী

 প্রথম সিনেমা ‘ধড়ক’-এ বাঙালি বধূ রূপে দেখা গিয়েছিল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor)। যদিও সেই সিনেমায় তিনি ছিলেন রাজপুত বংশের কন্যা। পরে কলকাতা পালিয়ে এসে তাঁকে চিরাচরিত বাঙালি সাজ অর্থাৎ শাড়ি-সিঁদুর-টিপ পরে দেখা যায়। বিদ্যা বালনের ‘কাহানি’ সিনেমার বহুদিন পর এমন বাঙালি সাজে কোনও অবাঙালি বলিউড নায়িকার অভিনয় প্রশংসিত হয়েছিল।

আর এবার নিজের আগামী সিনেমায় একজন বিহারি মেয়ে রূপে দেখা যাবে জাহ্নবীকে (Janhvi Kapoor)। সিদ্ধার্থ সেনগুপ্তের সিনেমা ‘গুড লাক জেরি’-তে অভিনয় করছেন তিনি। আগামী ২৯ জুলাই থেকে ডিজনি হটস্টারে দেখা যাবে ছবিটি। জানা গেছে, ২০১৮ সালের সুপারহিট তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’-এর রিমেক ‘গুড লাক জেরি’। জাহ্নবী বলেছেন, এই সিনেমায় অভিনয় করতে গিয়ে বিহারি গালাগাল দিতেও শিখে গেছেন তিনি।

এর আগে বলিউডের গ্রিক গড হৃতিক রোশনকে ‘সুপার থার্টি’ সিনেমায় এবং সারা আলি খানকে ‘আতরঙ্গি রে’ ছবিতে বিহারি চরিত্রে দেখা গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তাঁদের ভাষার উচ্চারণ বেশ নজর কেড়েছিল। এমন কঠিন উচ্চারণ আয়ত্ত করে তা সিনেমার পর্দায় অভিনয়ের সঙ্গেই ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করেছিলেন হৃতিক এবং সারা।

এবার জাহ্নবীও (Janhvi Kapoor) তাঁর আগামী সিনেমায় বিহারিদের মতো শুদ্ধ উচ্চারণের জন্য কঠোর অনুশীলন করেছেন বলে জানান। জাহ্নবী বলেন, ‘আমি গণেশ স্যার এবং মিস্টার বিনোদ নামে দুজন স্যারের কাছে উচ্চারণ নিয়ে প্রশিক্ষণ নিয়েছি। এমনকি আমাকে বিহারিদের মতো গালাগলিও শিখতে হয়েছিল। এই ভাষার উচ্চারণ শক্ত হলেও শেখার সময় বেশ মজাই হয়েছে।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news