প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কিছু দিন আগে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। তবে সেই সময় পরিবারের তরফে জানানো হয়, অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাঁকে। তবে শেষরক্ষা হলো না। 

পিটিআই সূত্রে খবর, সোমবার, ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের পবন হংস শ্মশানে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের তারকারা।

 আজ সোমবার দুপুরে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দুপুর একটা নাগাদ গাড়ি নিয়ে পবন হংস শ্মশানে ঢুকতে দেখা যায় হেমা মালিনীকে। ছবিশিকারিদের ক্যামেরায় দেখা যায় তাঁর থমথমে মুখ। ওড়নায় মুখ ঢেকে শ্মশানে ঢোকেন ধর্মেন্দ্র-কন্যা ইশা দেওল। প্রাক্তন শ্বশুরকে বিদায় জানাতে এসে পৌঁছোন ভরত তখতানি।

তার পরেই গাড়ি থেকে সানি দেওলকে নামতে দেখা যায়। বেলা বাড়লে সেখানে ঢুকতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। ‘বীরু’কে শেষ শ্রদ্ধা জানাতে ‘জয়’-এর সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিষেক বচ্চন ও নাতি অগস্ত্য নন্দা ও পরিচালক অনিল শর্মা।

এর পরে একে একে পৌঁছান সালমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারসহ অন্য তারকারা। এই মুহূর্তে দেশে নেই শাহরুখ খান। তারকাপত্নী গৌরী খান পৌঁছে যান শ্মশানে। পরের দিকে পৌঁছোন শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।

বিকেলের দিকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।  ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন কর্ণ জোহর, কাজল। নায়িকা  কাজল লেখেন, একটা ভাল মানুষ চলে গেলেন। আমার খালি মনে হচ্ছে, সব ভাল মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।

news