ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম প্রায় কাছাকাছি সময়েই সিনেমায় পথচলা শুরু করেছিলেন। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অপুর। আর ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে সিনেমায় নাম লেখান মিম। তবে সাম্প্রতিক সময়ে ঢাকাই চলচ্চিত্রে বিদেশি নায়িকা আর ছোট পর্দার তারকাদের ভিড়ে যেন আড়ালেই পড়ে গিয়েছিলেন দুজনই। গত দুই বছরে তাদের নতুন কোনো সিনেমার খবরই শোনা যায়নি।
এবার দীর্ঘ বিরতি পেরিয়ে আবার বড় পর্দায় জোরালোভাবে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। একই সঙ্গে প্রায় ছয় বছর পর সিনেমায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি।

অপু সর্বশেষ অভিনয় করেছিলেন তার প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’-তে, যার শুটিং হয়েছিল ২০২২ সালের শেষ দিকে। এবার তিনি ফিরছেন নির্মাতা বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’ দিয়ে।
এই ছবিতে অপুর বিপরীতে থাকছেন আদর আজাদ—এটাই তাদের প্রথম জুটি। ডিসেম্বরেই শুটিং শুরু হবে।
অপু বলেন, “কাজে ফিরতে আমি পুরোপুরি প্রস্তুত। দর্শকদের প্রত্যাশা পূরণে সেরা কাজটাই দিতে চাই।”
শোনা যাচ্ছে—‘সিক্রেট’ ছাড়াও আরও একটি নতুন সিনেমায় কাজ করছেন তিনি, সেখানেও নায়ক আদর আজাদ।

গত মাসের শেষ দিকে একটি শোরুম উদ্বোধনে এসে মিম জানান, নতুন বছরে তিনি আবার বড় পর্দায় ফিরছেন।
ইতিমধ্যে একটি নতুন সিনেমার শুটিংও শুরু করেছেন। যদিও নাম এখনো চূড়ান্ত নয়, তবে জানা গেছে—নায়ক আরিফিন শুভ।
এটি শুভ–মিম জুটির তৃতীয় ছবি। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। শুটিং সেট থেকে শুভর একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পরিকল্পনা করা হচ্ছে, ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে। শিগগিরই আসবে অফিসিয়াল ঘোষণা।
নতুন বছরে শুধু সিনেমাই নয়, একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মিমকে—যার শুটিং ইতোমধ্যে শেষ।

২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ দিয়ে তানিয়া বৃষ্টির চলচ্চিত্রে যাত্রা। কিছু সিনেমায় অভিনয় করলেও বড় সাফল্য পাননি। এরপর নিয়মিত হয়ে ওঠেন ছোট পর্দায়।
সবশেষ ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেলেও তার শুটিং হয়েছিল আরও আগেই। দীর্ঘ প্রায় ছয় বছর পর এবার তিনি ফিরছেন রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’ নিয়ে।
ইতোমধ্যে শুটিং শেষ। কোর্টরুম ড্রামা আর ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে এর কাহিনি।
এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।
তাদের ভক্তরা তিন তারকার এই নতুন উদ্যমে ফেরা নিয়ে বেশ উচ্ছ্বসিত।

 

news