সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটি বাড়ছে’! ‘বয়কট’ ডাক নিয়ে পাল্টা মুখ খুললেন শাহরুখ


 নাম নিলেন না ঠিকই, তবে নিজের বক্তব্য দিয়েই বুঝিয়ে দিয়ে গেলেন ‘বেশরম রং’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নেগেটিভ প্রচার শুরু হয়েছে, তাতে একেবারেই খুশি নন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘পাঠান’ নিয়ে যে বিতর্ক (Pathaan Controversy) চলছে, তা নিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) মঞ্চে দাঁড়িয়ে বেশ কড়াভাবেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন বাদশা।
শাহরুখ বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে নেগেটিভিটি বাড়ছে। ক্ষুদ্র মানসিকতার দ্বারা পরিচালিত হচ্ছেন একাংশের মানুষ। এর ফলে সিনেমা খুব ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আধুনিক সময়ে দাঁড়িয়ে সিনেমা অন্যতম জোরালো একটি মাধ্যম। সমাজে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ফলে এর ক্ষতি হয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, সোমবার মুক্তি পাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে শাহরুখ-দীপিকা জুটির নতুন গান ‘বেশরম রং’। গানের দৃশ্যে বলিউডের তারকা জুটির কেমিস্ট্রি যেমন খুব ভালভাবে ফুটে উঠেছে, তেমনই নানারকম বিতর্কও দানা বাঁধতে শুরু করেছে। গানের বেশ কিছু দৃশ্য এবং দীপিকার পোশাকের রং ঘিরে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা ড. নরোত্তম মিশ্র।
শুধুই আপত্তিতে থেমে থাকেননি তিনি। সেগুলি বদল না হলে মধ্যপ্রদেশে ‘পাঠান’ বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সূত্রের খবর, ‘বেশরম রং’ গানের কিছু দৃশ্যকে ‘কুরুচিকর’ তকমা দিয়েছেন নরোত্তম মিশ্র। পাশাপাশি দীপিকা পাড়ুকোনের পরনে থাকা গেরুয়া রঙের বিকিনি নিয়েও ঘোর আপত্তি জানিয়েছেন। 
বয়কট হুঁশিয়ারি বলিউড এই প্রথম পায়নি। কয়েক বছর আগে ‘পদ্মাবত’ বা চলতি বছরে ‘লাল সিং চাড্ডা’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘বিক্রম বেদা’-সহ একাধিক ছবিকে বয়কটের হুঁশিয়ারি দিয়েছে নেটিজেনদের একাংশ। ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরে গিয়ে এক হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের মুখেও পড়েছিলেন রণবীর-আলিয়া।
যদিও কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ‘বেশরম রং’ বা বিজেপির বয়কট হুঁশিয়ারি নিয়ে নাম নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি শাহরুখ। তবে ঠারেঠোরে নিজের কথার মধ্যে দিয়ে তিনি যেদিকে ইঙ্গিত করেছেন, তাতে এটুকু বুঝতে অসুবিধা হয় না যে, তাঁর মন্তব্যের তির ঠিক কাদের বা কোনদিকে লক্ষ্য করে ছোড়া।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news