জ্যাকলিনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, সুকেশ মামলায় বিপাকে বলি তারকা

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (jacqueline fernandez) প্রতারণার মামলায় ফের নতুন করে বিপাকে পড়লেন। তাঁর ৭ কোটির বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। সূত্রের খবর মোট ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে জ্যাকলিনের নামে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা ছিল ৭.১২ কোটি টাকা।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। অভিনেত্রীর ঘনিষ্ঠ ছিলেন সুকেশ। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল বলে অভিযোগ। জ্যাকলিনকে নানাভাবে নানা মূল্যবান উপহার দিতেন এই সুকেশ চন্দ্রশেখর। এই মামলায় বারবার ইডির জেরার মুখে হাজির হতে হয়েছে জ্যাকলিনকে।

শুধু জ্যাকলিনকেই নয়, ইডির আরও অভিযোগ, জ্যাকলিনের পরিবারের সদস্যদেরও কোটি কোটি টাকার দামী উপহার নিয়মিত দিয়েছেন সুকেশ। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছবিও রয়েছে জ্যাকলিনের। ইডির কর্তাদের অভিযোগ, প্রতারণার টাকা দিয়েই জ্যাকলিনকে উপহার কিনে দিয়েছেন সুকেশ। মোট ৫.৭১ কোটি টাকার উপহার দেওয়া হয়েছে অভিনেত্রীকে ওই টাকা থেকে।

 দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে টাকা প্রতারণার অভিযোগে সুকেশকে গ্রেফতার করে ইডি। এই মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকলিনকে একাধিক শমন পাঠায় কেন্দ্রীয় সংস্থা। গত বছরের অক্টোবরে জ্যাকলিন ইডির কাছে হাজিরা দেন, তাঁকে ৭ ঘণ্টা জেরা করা হয়েছিল। ইডি আবার তাঁকে ডাকতে পারে বলে খবর। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২

news