আমি মানুষের কথা ভাবতে চাইনি: জয়া আহসান

নিজের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সমালোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার শিরোনামে আসার কারন একটু ভিন্ন।

বৃহস্পতিবার  সকালে জয়া তার ভেরিফায়েড ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, তিনি প্রকৃতির ভেতর নিজে খুঁজে বেড়াচ্ছেন।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, আমি মানুষের কথা ভাবতে চাইনি। আমি চেয়েছিলাম গাছ, গন্ধ আর রঙ। কাঠের শিফট ছায়া, যে ভাষা বলেছে আমি বুঝতে পেরেছি।

তিনি আরও লিখেন, আমার ইচ্ছা ছিল, আমি শুধু এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম। শীতকালে একটি পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম। এবং আমি যা কিছু দেখেছি, তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম।

কিছু দিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেন, আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।

এনবিএস/ওডে/সি

news