গ্রুপ থিয়েটার চর্চার দিন ফুরিয়ে আসছে: মামুনুর রশীদ

৫০ বছর পূর্তি উদযাপন করছে নাট্যদল আরণ্যক তবে গ্রুপ থিয়েটার চর্চার এই ধারা এভাবে আর কত দিন যাবে, তা নিয়ে সন্দিহান এ দলের কাণ্ডারি মামুনুর রশীদ। তিনি বলেন, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর যে দিন, সেটা তো আর নেই। আমাদেরকে এখন পেশাদার থিয়েটার চর্চার দিকে হাঁটতে হবে।

এক সাক্ষাৎকারে মামুনুর রশীদ গ্রুপ থিয়েটার নিয়ে তার কিছু অভিজ্ঞতা ও মত প্রকাশ করেন। বর্তমান সময়ের নাট্যচর্চা নিয়ে মূল্যয়ন করেন তিনি। তিনি মনে করেন, এক সময় নিজের খেয়ে যে আবেগ উত্তেজনা নিয়ে আমরা গ্রুপ থিয়েটার চর্চা করেছি। এখনকার অর্থনৈতিক বাস্তবতায় সেটা করা কঠিন। রেপার্টরি চর্চার মধ্য দিয়ে এক ধরনের যে পেশাদার থিয়েটার চর্চার স্বপ্ন দেখছে কেউ কেউ, আমি সেটাকে সাধুবাদ জানাই।

তিনি সরকারের ভর্তুকি নিয়েই মিলনায়তন ভাড়া কমে পাচ্ছেন বলে জানান।   তিনি বলেন, সরকার ভর্তুকিটা দিচ্ছে যেন সব শ্রেণির মানুষ নাটক দেখার সুযোগ পায়। সেখানে ১ হাজার টাকার টিকেট নাটকে থাকা উচিত না। এতে করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত দর্শকের নাটক দেখার আকাঙ্ক্ষা কমে যাবে।

আরণ্যকের ভবিষ্যত সম্পার্কে মামুনুর রশীদ বলেন, পাঁচ দশক তো পথ চলেছে আরণ্যক। সামনের দিনগুলোও সৃজনশীল কর্মযজ্ঞে সরব থাকবে আরণ্যক, এটাই প্রত্যাশা। আমরা নানামুখী চিন্তার মধ্য দিয়ে আমাদের পরিকল্পনা সাজাবো এবং সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাব। ভবিষ্যতের কাজ নিয়ে আমরা ভাবছি, চিন্তা করছি।

৫০ বছর পূর্তি উদযাপনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আট দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে আরণ্যক। ‘থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য’ স্লোগানে শুক্রবার থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয় আরণ্যকের পথচলা। ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসেন তারা । সেখানে অভিনয় করেছিলেন প্রয়াত সুভাষ দত্ত, আলী যাকের ও ইনামুল হক।

এনবিএস/ওডে/সি

news