কিং খানে মুগ্ধ অ্যালকেমিস্ট লেখক, শাহরুখকে ঘিরে জনপ্লাবনের ভিডিও শেয়ার করে লিখলেন…


: তিনি বরাবরই বাদশায় মুগ্ধ। এর আগেও তিনি গলা তুলেছিলেন, কিং খানের (Shahrukh Khan) সিনেমা অস্কার পাওয়ার যোগ্য বলে। এইবার তিনি ফের শেয়ার করলেন শাহরুখ খানের একটি ভিডিও, যাতে ধরা পড়ছে ‘পাঠান’ নিয়ে কয়েক হাজার মানুষের উন্মাদনা। তিনি বিখ্যাত ব্রাজিলীয় লেখক, পাওলো কোয়েলহো (Paulo Coelho)। ‘দি অ্যালকেমিস্ট’ বইয়ের জন্য বিশ্ববিখ্যাত। তাঁর বলিউড প্রীতি ও শাহরুখ-মুগ্ধতা নতুন নয়। এবার ফের তারই নিদর্শন মিলল।
এদিন বিকেলে পাওলো কোয়েলহো শাহরুখ খানের একটি ভিডিও রিটুইট করেন। তাতে দেখা যায়, এক বন্ধুর বাড়ির ছাদে রয়েছেন শাহরুখ। রেলিংয়ে এসে দাঁড়িয়েছেন তিনি, নীচে কয়েক হাজার ভক্ত-অনুরাগীর ভিড়। শাহরুখকে এক ঝলক দেখতে পাওয়ার আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তাঁরা। শাহরুখ দু’হাত জোড় করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন সকলকে। 
এই ভিডিওটিই রিটুইট করেছেন পাওলো কোয়েলহো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজা। কিংবদন্তি। বন্ধু। কিন্তু সবার উপরে একজন দুরন্ত অভিনেতা। 

প্রসঙ্গত, আজ থেকে কয়েক বছর আগে এই সিনেমার জন্যই শাহরুখ খান অস্কার পুরস্কার দাবি করেন বলে মন্তব্য করেছিলেন পাওলো কোয়েলহো। ২০১০ সালে করণ জোহর পরিচালিত কাজল-শাহরুখের এই সিনেমাটি বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। নিজের ছেলের খুন হয়ে যাওয়ার পর বাবা রিজওয়ান খান বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে। এই চরিত্রেই অভিনয় করেছিলেন শাহরুখ। তিনি আবার একজন অটিস্টিক মানুষও ছিলেন। সিনেমায় উঠে আসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে জঙ্গি হিসেবে দেগে দেওয়ার যন্ত্রণা। 

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news