শুরু হলো বার্লিন চলচ্চিত্র উৎসব

১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হলো ৭৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গত দু’বছর মহামারি করোনার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিলো সিনেমা দুনিয়ার অন্যতম এ উৎসবটি। সে কারণে উল্লেখযোগ্য কোনো সিনেমাও অংশ নেয়নি। তবে এবার নেটমাধ্যম ছেড়ে আগের মতো আয়োজনেই অনুষ্ঠিত হচ্ছে এটি। বরাবরের মতো জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে উৎসবটি।  ডয়েচে ভেলে

এবারের আয়োজনে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৭টি সিনেমা। স্পেনের নির্মাতা এসতিবালিজ উরেসোলা সোলাগুরেন’র ‘স্পিসেস অব বিস’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে উদ্বোধন করা হয় এ উৎসবের। মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে রয়েছেন সাতজন বিচারক। প্রধান জুরি বিচারক হচ্ছেন হলিউডের অভিনেত্রী ও নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট।

এবছর উৎসবের নানা বিভাগে চারশ’র বেশি ছবি প্রদর্শিত হবে। মূল প্রতিযোগিতা ছাড়া উৎসবের অন্যতম আকর্ষণ- ‘ফোরাম’। প্রতি বছরই ফোরাম-এ উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সিনেমার অংশগ্রহণ থাকলেও এবার তার সংখ্যা মাত্র দুটি। এছাড়া রেট্রোস্পেকটিভ বিভাগে অংশ নিচ্ছে ১৯৫৬ সালে নির্মিত সত্যজিৎ রায়ের ‘অপরাজিত’। এই উৎসবের কোনো বিভাগেই বাংলাদেশের কোনো সিনেমা অংশ নেয়নি।

এনবিএস/ওডে/সি

news