চুরির অভিযোগে হতাশ তাহসান খান

সম্প্রতি ‘হারাই বহুদূর’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আর এই গান নিয়েই বিতর্কের মুখে পড়েছেন ক্লিন ইমেজখ্যাত এই তারকা। অভিযোগ উঠেছে, তার নতুন গানটির মিউজিক ভিডিওর থিম অন্য একটি গান থেকে চুরি করা হয়েছে।

ফ্লাইবট স্টুডিওতে নির্মাণ হওয়া গানচিত্রটি পরিচালনা করেছেন আগা নাহিয়ান খান। অভিযোগ উঠেছে, এই মিউজিক ভিডিওটি কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য আরএমের বুনো ফুল থেকে নকল করা হয়েছে। এতে শুধু বাংলাদেশের বিটিএস ভক্তরাই নন, সমালোচনার ঝড় উঠেছে কোরিয়ান সংবাদমাধ্যমেও।

এমন অভিযোগ ওঠার পর হতাশা প্রকাশ করে অনলাইন থেকে গানটি সরিয়ে নেন তাহসান। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গানটির ভিডিও চিত্রটি যে নকল তা আমার জানা ছিল না। আমি যখন এটা জানতে পারি, আমার সব অনুভূতি সম্পূর্ণরূপে মাটি হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি ভিডিও নির্মাতাকে তিরস্কার করেছি। বলেছি, শুধু আমি নই, আমার সকল ভক্তের কাছেও তোমার ক্ষমা চাওয়া উচিত।’

তবে এ বিষয়ে ক্ষমা চাইতে আগ্রহী নন ভিডিও চিত্রটির নির্মাতা আগা নাহিয়ান আহমেদ। তিনি বলেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কিছু দেখছি না। আমরা প্রশ্নবোধক অংশগুলো বাদ দিয়ে মিউজিক ভিডিওটি আবার আপলোড করেছি। এটি কোনোভাবেই অনুলিপি নয়।

এনবিএস/ওডে/সি

news