মুক্তি পেলো ‘বুবুজান’, প্রচারণায় নেই কেউ

ঢাকার চলচ্চিত্রের এই ক্রান্তিকালে একের পর এক সিনেমা মুক্তি পেলেও লাভের মুখ দেখছেন না নির্মাতারা। প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে সিনেমার প্রচারকে কেন্দ্র করে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা ছুটে যাচ্ছেন সিনেমাহল, শপিং মল, শিক্ষা কেন্দ্র, স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। প্রায় প্রত্যেকটি ছবিই ব্যবসায়িকভাবে ফ্লপ হচ্ছে। তবুও প্রচারণাতেই ভরসা করছেন প্রযোজক ও নির্মাতারা।

এমন ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্যেই ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো শাপলা মিডিয়া প্রযোজিত ‘বুবুজান’। যেখানে মাঠ পর্যায়ের প্রচারণাকে ধ্যান-জ্ঞান মনে করা হচ্ছে সেখানে মুক্তির সময় শান্ত খান ঢাকায় থাকলেও যুক্তরাষ্ট্রে রয়েছেন সিনেমার অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। এটি আবার অভিনেত্রীর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমাও।

নারী নির্যাতনের প্রেক্ষাপটে নির্মিত ‘বুবুজান’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মাহিয়া মাহী। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি মা হওয়ার কথা জানিয়েছেন। তাই তিনিও সক্রিয় নেই প্রচারণায়। তবে ব্যাক্তিগত ও রাজনৈতিক কাজে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনিও রয়েছেন দেশের বাইরে। তিনি যুক্তরাষ্ট্রে বেড়াতে গেছেন বলে জানিয়েছেন এ সিনেমার অভিনেতা ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান।

সিনেমার প্রচারণা প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার প্রত্যেকটা সিনেমাতেই দেখেছি বেশিরভাগ শিল্পীই টাকা নেয়ার পর আর খবর থাকে না। সালওয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে বলেছে আসতে পারবে না। মাহি আপুও প্রচারণায় আসছেন না। কিন্তু রাজনৈতিক কাজে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সিনেমার প্রচারে কেন আসছেন না তা বুঝতে পারছি না।’ এ প্রসঙ্গে জানতে মাহিয়া মাহীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, ‘অন্যান্য ইন্ডাষ্ট্রিতে সিনেমা রিলিজের এক মাস আগে থেকেই প্রচারণা শুরু হয়। সেখানে কলা-কুশলীসহ সকল শিল্পীদেরই অংশগ্রহণ থাকে। কিন্তু আমাদের দেশে শুটিং শেষ হওয়ার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। ডাবিংয়ের সময়ও অনেককে ডেকে আনা যায়না।’

দেশব্যাপী ২১ টি সিনেমাহলে মুক্তি পেলো ‘বুবুজান’। এ সিনেমায় শান্ত, সালওয়া ও মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ।

এনবিএস/ওডে/সি

news