শরীর দেখাতে কখনোই অস্বস্তি বোধ করিনি: জিনাত

বলিউড অভিনেত্রী জিনাত আমান লিখেছেন, সিনেমার পর্দায়, চরিত্রের খাতিরে যদি শরীর দেখাতে হয়, তাহলে সেটা নিয়ে কখনোই অস্বস্তি বোধ করিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে এমন কথা লেখেন তিনি। বলিউড হাঙ্গামা

কিছুদিন হলো ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন জিনাত। সেখানে ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার একটি দৃশ্যের ছবি শেয়ার করেছেন তিনি। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবিটা ১৯৭৭ সালে তোলা হয়েছে। ছবিটা তুলেছিলেন জে পি সিঙ্ঘল। আর পোশাক ডিজাইন করেছিলেন অস্কার জয়ী ভানু আথাইয়া।’

‘সত্যম শিবম সুন্দরম’ প্রসঙ্গে অভিনেত্রী লিখেন, ‘সে সময় এই সিনেমা নিয়ে বলিউডে বিতর্কের ঝড় উঠেছিল। ছবিতে আমার অভিনয়ের তুলনায়, কথা হয়েছিল আমার পোশাক নিয়ে। তবে এসব নিয়ে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। এ সিনেমায় পাশ্চাত্য পোশাক থেকে পুরোপুরি ভারতীয় লুকে দেখানো হয়েছিলো। রাজ কাপুরের জন্যই সেটা সম্ভব হয়েছিল।’

তিনি আরো লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের জাগো মোহম গানের সঙ্গে পারফর্ম করেছিলাম। এই দৃশ্যটা শুট করে আরকে স্টুডিওতে দেখানো হয়েছিল। ডিস্ট্রিবিউটাররা তখনই বুক করে নিয়েছিল ছবিটি।’

এনবিএস/ওডে/সি

news