কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে দু’দিনের ধর্না-অবস্থান করবেন মমতা
    
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে দু’দিনের ধর্না-অবস্থান করবেন মমতা, কটাক্ষ বিজেপি নেতা শমিকের ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করা এবং প্রাপ্য অর্থ না দেওয়ার অভিযোগে দু’দিনের ধর্না-অবস্থান কর্মসূচি পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে তিনি ধর্না-অবস্থান করবেন। 

তিনি আজ (মঙ্গলবার) উড়িষ্যা সফরে যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাস্তার কাজ, আবাসের কাজ, ১০০ দিনের কাজ, গরিব মানুষের ৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। কাজ করার পরেও টাকা দেয়নি। এ বছরের বাজেটেও একশো দিনের কাজ প্রকল্পে এক পয়সাও নেই! আমি বাংলাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং লাঞ্ছনা করার একপেশে স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসব। ২৯ তারিখ বেলা ১২টায় আমি মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসব। পরের দিন ৩০ তারিখ সন্ধ্যাবেলা শেষ করব। তার পর ব্লক, জেলাসহ অন্যত্র কর্মসূচি হাতে নেওয়া হবে।’

এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, ‘মানুষকে এতটা বোকা এবং রাজনৈতিকভাবে অচেতন মনে করবার কোনও কারণ নেই। মানুষের ক্রমবর্ধমান জনরোষে ভীত সন্ত্রস্ত হয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি ঘোরানোর জন্য দিল্লিতে গিয়ে ধর্নায় বসছেন। এই সরকারের প্রতিহিংসা, অসহিষ্ণুতা, লুট, হিংস্রতার সমস্ত সীমা পার করে যাওয়ার, দুর্নীতি, ভ্রষ্টাচার, ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেওয়া এই সব কিছু থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী একটা দুর্বল চিত্রনাট্য উপস্থাপনের জন্য দিল্লিতে যেতে পারেন।’

‘একশো দিনের কাজ প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পসহ সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে সীমাহীন দুর্নীতির কারণে প্রান্তিক মানুষ বঞ্চনার শিকার হয়েছে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে
 

news