বিলকিস বানোর ধর্ষককে মঞ্চে দেখে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন ক্ষুব্ধ মহুয়া
ভারতে বিজেপিশাসিত গুজরাটে বহুলালোচিত বিলকিস বানোর ধর্ষককে একটি মঞ্চে দেখে কেন্দ্রীয় সরকারকে শয়তান সরকার বলে অভিহিত করেছেন তৃণমূল এমপি মহুয়া মৈত্র। তিনি আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ সংক্রান্ত মন্তব্য করেছেন।
বিজেপি নেতাদের সঙ্গে এক ধর্ষকের ছবি দেখিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে তৃণমূল এমপি মহুয়া মৈত্র ওই ছবির সঙ্গে লিখেছেন, ‘বিলকিস বানোর ধর্ষক বিজেপির এমপি এবং বিধায়কের সঙ্গে একই মঞ্চে। আমি এই রাক্ষসদের জেলের মধ্যে দেখতে চাই, তার পর চাবিটা ছুড়ে ফেলে দিতে চাই। এই শয়তান সরকার, যে বিচারের নামে প্রতারণাকে প্রশ্রয় দেয়, আমি দেখতে চাই তাকে ভোট না দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমি চাই ভারত তার হারানো নীতিবোধ ফিরে পাক।’
মহুয়া মৈত্র এমপি যে ছবি দেখিয়ে মন্তব্য করেছেন, তাতে দেখা গেছে, একটি মঞ্চে পর পর বসে আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। ছিলেন গুজরাটের দাহোদের বিজেপি এমপি জসবন্তসিংহ ভাভোর এবং তার ভাই ও লিমখেড়ার বিধায়ক শৈলেশ ভাভোর। তাদের সঙ্গে একই মঞ্চে হাজির হয়েছিলেন শৈলেশ ভট্ট, যিনি বিলকিস বানুর অন্যতম ধর্ষক হিসেবে দোষী সাব্যস্ত। এতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এমপি মহুয়া মৈত্র।
এমপি মহুয়া মৈত্র
২০০২ সালে হিন্দুত্ববাদী বিজেপিশাসিত গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালীন দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে হামলা চালায় দুর্বৃত্তরা।
গ্রামের বাসিন্দা ৫ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনেই তার তিন বছরের শিশুকে পাথরে আছড়ে মারে হামলাকারী দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। ওই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ উল্লেখ করে মুম্বইয়ের ‘সিবিআই’ আদালতে কঠোর সাজার পক্ষে সাফাই দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০৮ সালের ২১ জানুয়ারি মোট ১২ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল বিশেষ আদালত। মামলা চলাকালীন একজনের মৃত্যু হয়। গতবছর ১৫ আগস্ট বাকি ১১ জনকে মুক্তি দেওয়া হয়।
গত ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিস-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপিশাসিত গুজরাট সরকার। তার আগে, গত মে মাসে মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি পরিচালিত গুজরাট সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সাফাই দিয়ে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে