দু'দিন বাংলার নয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

মে মাস শেষের আগের দিনটা কাটল গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি দিয়ে। আবহাওয়া দফতর জানিয়ে, জুনের শুরু থেকেই ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। গরমে দোসরা জুনের থেকে তেসরা জুনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার থেকে পরবর্তী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ভইতে পারে। আর মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এই জেলাগুলিতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি সম্ভানা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news