বঙ্গোপসাগরে ফের উঁকি দিচ্ছে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! পূর্বাভাস ইউরোপীয় আবহাওয়া সংস্থার

 বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষার আগমনের মুখে আরও একটি ঘূর্ণিঝড় ঝটকা দিতে পারে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে তেমনই ইঙ্গিত মিলেছে। প্রাথমিক পর্যবেক্ষণে আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ।

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছে এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়েই রাজ্য বর্ষার প্রবেশ হতে পারে। তবে আবহবিদরা এত তাড়াতাড়ি পূর্বাভাস দিতে রাজি নয়। পশ্চিমবঙ্গের হাওয়া অফিস ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর এখনই এ ব্যাপারে পূর্বাভাস ও সতর্কতা দিতে রাজি নয়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি

news