শান্তি ফেরাতে অশান্ত মণিপুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়! অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি

 একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে! সংঘাতে এখনও পর্যন্ত ৮০ জনেরও মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই অবস্থায় ইতিমধ্যে অশান্ত মণিপুরে গিয়েছেন অমিত শাহ।

এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সহ একাধিক কেন্দ্রীয় আধিকারিকরাও উড়ে গিয়েছেন মণিপুরে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে এবং শান্তি ফেরানোর উদ্যোগ নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে জন্যে অশান্ত মণিপুরে যেতেও চান তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি

news