তাপপ্রবাহের সতর্কতার মাঝেই বৃষ্টির পূর্বাভাস, কী জানাল হাওয়া অফিস

 সকাল থেকেই চড়া রোদ, হাঁসফাঁস করা গরম। জেরবার দশা শহরবাসীর। একাধিক জেলায় জুনের প্রথমেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তারই মাঝে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েেছ হাওয়া অফিস। জুনের শুরুতে শুধু দক্ষিণবঙ্গে নয় তাপমাত্রা চড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের নীচের দিকে জেলা গুলিতে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি করে চড়বে তাপমাত্রা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news