যোগী সরকারের নয়া উদ্যোগ, কম দামে খাবারের জন্য তৈরি হচ্ছে 'দিদি ক্যাফে'

যোগী সরকারের নয়া উদ্যোগ দিদি ক্যাফে। উত্তর প্রদেশ সরকার রাজ্যে দিদি ক্যাফে শুরু করতে চলেছে। যেগুলি পরিচালনা করবে মহিলা স্বনির্ভর গোষ্ঠী। এখানে কমদামে খাবার পাওয়া যাবে। মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতেই যোগী সরকারের এই নয়া উদ্যোগ বলে জানা গিয়েছে।

 ন্যাশনাল আর্বান লাইভলিহুড স্কিমের আওতায় এই দিদি ক্যাফে খোলা হচ্ছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত হলেও যোগী সরকার তাতে সহযোগিতা করবে বলে জানা গিয়েছে। আগ্রা, মথুরা, ফিরোজাবাদ, বৃন্দাবন সহ একাধিক জায়গায় শুরু করা হবে এই দিদি ক্যাফে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news