কেরল-তামিলনাড়ুতে ঢুকল বর্ষা, অপেক্ষায় উত্তরবঙ্গ! বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা

কেরলে বর্ষার আগমন হয়েছে। এদিন সরকারিভাবে ঘোষণা করেছে আবহাওয়া দফতর। এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ৮ জুন কেরলে প্রবেশ করেছে। এছাড়াও পুরো লাক্ষাদ্বীপ, পুরো তামিলনাড়ুতেও বর্ষা প্রবেশ করে গিয়েছে বলে এদিন জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কেরলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ু প্রবেশের সব শর্তও পূরণ হওয়া স্বাভাবিক তারিখ ১ জুনের পরিবর্তে একসপ্তাহ পর ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে। ইতিমধ্যেই দেশের অনেক রাজ্যেই প্রাক-বৃষ্টির বর্ষাও চলছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news