দার্জিলিংয়ে আমরণ অনশনে গুরুং, জিটিএ ভোটের বিরোধিতায় শুরু আন্দোলন

 মঙ্গলবারই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তথা জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার থেকে তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung)।

গতকাল কমিশনের ডাকা সর্বদল বৈঠকে উপস্থিত হয়ে ভোটের বিরোধিতা করেছিল গুরুংয়ের জিজেএম। এদিন থেকে শুরু হল অনশন আন্দোলন। এদিন গুরুং (Bimal Gurung) বলেন, “আমরা মন্ত্রী অরূপ বিশ্বাসকে কিছু প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম, সেগুলো সম্পন্ন করার পর জিটিএ ভোট করা হোক। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের আশ্বাস্ত করেছিলেন। কিন্তু এখন দেখছি সেসব না করেই ভোটের পথে যাওয়া হল।”

সম্প্রতি পাহাড় সফরে গিয়ে সবকটি দলের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দার্জিলিং থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তথা জিটিএ-এর ভোট করানো হবে। এর আগে গুরুং চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে। তবে নবান্ন তাতে বিশেষ আমল দেয়নি।

আগামী ২৬ জুন হতে চলেছে পাহাড়ে জিটিএ নির্বাচন। সর্বদলীয় বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠক করে কমিশন। তারপরই কমিশনের জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

কমিশন জানিয়েছে ভোটগ্রহণ হবে ২৬ জুন। গণনা হবে ২৯ জুন। চলতি মাসের ২৭ তারিখ থেকেই মনোনয়ন দেওয়া যাবে। ফলে এদিন থেকেই জিটিএ এলাকায় নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেল।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news