বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী যুবকের ওপরে গুলি! অভিযুক্ত শাসক বিধায়কের ছেলে

এক আদিবাসীর ওপরে প্রস্রাবের ঘটনার রেশ মিটতে না মিটতেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নতুন এক ঘটনা সামনে। এক আদিবাসী যুবককে গুলি করার অভিযোগ বিজেপি বিধায়ক রাম লাল্লু বৈশের ছেলে বিবেক বৈশের বিরুদ্ধে। ঘটনাটি সিংগ্রাউলি জেলার মোরবায়।

 আরও অভিযোগ আদিবাসী যুবকের ওপরে গুলি চালিয়ে তাঁকে গুরুতর আহত করার পরে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিবেক বৈশ। পুলিশের তরফে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহতের নাম সূর্যপ্রকাশ খয়েরওয়ার বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news