লাদাখে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ৭ ভারতীয় সেনা জওয়ান, মোদি-রাজনাথের শোক প্রকাশ

লাদাখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অন্য ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ (শুক্রবার) সকাল ৯ টা নাগাদ তুরতুক সেক্টরে সেনাবাহিনীর জওয়ানদের বহনকারী একটি সামরিক গাড়ি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর একটি গাড়িতে চেপে আজ ২৬ জন জওয়ান পারতপুর ট্রানজিট ক্যাম্প  থেকে হানিফ সাব সেক্টরের ফরোয়ার্ড পোস্টের দিকে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ৫০/৬০ ফুট খাদে পড়ে যায়। গাড়িটি গড়াতে গড়াতে সায়ক নদীতে পড়ে। মৃত্যু হয় সাতজনের। আহতদের উদ্ধার করে পারতপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

আশপাশের এলাকার লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয় এবং নদীতে পড়ে যাওয়া সকল সেনা জওয়ানদের উদ্ধার করা হয়। গুরুতর আহত জওয়ানদের বিমান বাহিনীর সহায়তায় এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ডে পাঠানো হয়েছে। নিহত জওয়ান ও আহতদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন,  ‘লাদাখে বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত, যাতে আমরা আমাদের সাহসী সৈন্যদের হারিয়েছি। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আশাকরি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’  

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন,  ‘সেনাপ্রধান  জেনারেল মনোজ পান্ডের সাথে কথা বলেছেন, যিনি আমাকে পরিস্থিতি এবং আহত সেনাদের জীবন বাঁচাতে সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। আহত জওয়ানদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে সেনা।’ 

ভয়াবহ ওই দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ওম বিড়লা এক বার্তায় বলেন, ‘লাদাখের তুরতুক সেক্টরে সামরিক গাড়ির দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সেনার মর্মান্তিক মৃত্যুতে অশ্রুসিক্ত  শ্রদ্ধাঞ্জলি। তাদের সেবা জাতি চিরদিন মনে রাখবে। শোকের এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

কেন্দ্রীয় মন্ত্রী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল ভিকে সিং বলেছেন,  ‘লাদাখের সায়ক  নদীতে ৭ সেনার মৃত্যুর দুঃখজনক খবর পাওয়া গেছে। এই বেদনাদায়ক সময়ে জাতি সেই সৈনিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news