গ্রেফতার হওয়া মন্ত্রীকে বরখাস্ত করুন কেজরিওয়াল, দাবি কংগ্রেস, বিজেপির   

 টাকা তছরুপের দায়ে সোমবার গ্রেফতার হয়েছেন (Kejriwal) দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দর জৈন। কয়েক ঘণ্টা জেরার পরে তাঁকে গ্রেফতার করে ইডি। তিনি গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিজেপি ও কংগ্রেস। দুই দলই দাবি করেছে, এরপরে (Kejriwal) সত্যেন্দর জৈনকে মন্ত্রিপদ থেকে সরিয়ে দেওয়া উচিত। দিল্লির বিজেপি প্রধান অদেশ গুপ্ত বলেন, তাঁদের দল অতীতেও আম আদমি পার্টির নেতাদের দুর্নীতি নিয়ে সরব হয়েছে।

অদেশ গুপ্তর কথায়, “অরবিন্দ কেজরিওয়ালের (Kejriwal) দলের নেতাদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তিনি চুপ করে থাকেন। কয়েকদিন আগেই পাঞ্জাবে এক আপ মন্ত্রী গ্রেফতার হয়েছেন। তাঁকে বরখাস্ত করা হয়েছে। মানুষ চায়, কেজরিওয়াল এই প্রসঙ্গে মুখ খুলুন।” গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। দিল্লির বিজেপি প্রধান তাঁর কথাই উল্লেখ করেছেন।

দিল্লির কংগ্রেস সভাপতি অনিল কুমার বলেন, সত্যেন্দর জৈনকে গ্রেফতার করে ইডি সঠিক কাজ করেছে। আপের আহ্বায়ক সবসময় সততার কথা বলেন। মানুষ এখন চায়, কেজরিওয়াল অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করুন। তাঁর কথায়, “জৈনকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল। কয়েক বছর ধরে কেজরিওয়াল তাঁকে রক্ষা করছেন।”

উত্তর-পূর্ব দিল্লির সাংসদ তথা দিল্লিতে বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তেওয়ারি বলেন, জৈনকে গ্রেফতার করার আগে ইডি যথেষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিল। মন্ত্রীর দুর্নীতির জন্য নৈতিক দায়িত্ব নেওয়া উচিত কেজরিওয়ালের। তাঁরও ইস্তফা দেওয়া উচিত। মনোজ তেওয়ারির কথায়, “আপের প্রত্যেক নেতা জৈনের হয়ে সাফাই গাইছেন। কিন্তু মন্ত্রীর দুর্নীতির জন্য কেজরিওয়ালের নৈতিক দায়িত্ব নেওয়া উচিত। তাঁরই ইস্তফা দেওয়া উচিত।”

আপ নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিং বিজেপির কড়া সমালোচনা করে বলেন, আট বছরের পুরানো ‘ভুয়ো মামলায়’ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আপের তরফে হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন। ওই রাজ্যে শীঘ্রই ভোট হবে। বিজেপি আশঙ্কা করছে, তারা পরাজিত হবে। খবর দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে

news