শুভেন্দুকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেছেন।

তিনি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বিজেপি নেতাদের টার্গেট করে তারা গোষ্ঠী রাজনীতি ও উসকানিমূলক কাজকর্ম করছেন বলে মন্তব্য করেছেন।  

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ হাওড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে সাবেক বিজেপি নেত্রী নূপুর শর্মা আপত্তিকর বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে গত শুক্রবার ও শনিবার হাওড়া জেলার বিভিন্ন এলাকায় মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করে। ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু বিক্ষিপ্ত সহিংস ঘটনা ঘটেছে। এমনকি দীর্ঘক্ষণ সড়ক  অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয় ওঠায় ১৪৪ ধারাসহ প্রশাসনিক বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। এ ব্যাপারে আজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, প্রচারের নেশায় এ সব করছে বিজেপি। দলীয় কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। কুণাল ঘোষের দাবি, তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছে। বিজেপির দাবি, হাওড়ায় কয়েকটি বিজেপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, রাজ্য জুড়ে সন্ত্রাস, সহিংসতা ও পুলিশের অপদার্থতার প্রতিবাদে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ কোলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচী হাতে নেওয়া হয়।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news