ভাইপোকে জুতো মারব, তবু…’ বেলাগাম মন্তব্য সৌমিত্র খাঁ-র! তৃণমূল বলছে, নজর কাড়ার চেষ্টা

‘ভাইপোকে জুতো মারতে রাজি আছি, কিন্তু তার অধীনে রাজনীতি করব না!’– নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisek Banerjee) ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বারবার বেলাগাম মন্তব্যের (Controversial comment) যে উদাহরণ তিনি রেখেছেন, তাতেই ফের যোগ হল এই আক্রমণও।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জে দলের একটি পথসভায় গিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই এই কথা বলেন তিনি। প্রকাশ্যে সৌমিত্র খাঁর এমন বক্তব্যে বাঁকুড়া জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতৃত্ব সৌমিত্রর কড়া সমালোচনা করে জানিয়েছেন, সৌমিত্র খাঁ তৃণমূলে ঢোকার জন্য হাঁকপাঁক করছেন, তাই তৃণমূল নেতাদের নজর টানতে এই ধরনের কুকথা বলছেন।

গুজব অনেক দিন ধরেই ঘনাচ্ছিল। শোনা যাচ্ছিল, বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংয়ের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এসবের মাঝেই গতকাল মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের বিজেপি কার্যালয় থেকে বাহাদুরগঞ্জ পর্যন্ত পদযাত্রা করেন সাংসদ সৌমিত্র খাঁ। পদযাত্রা শেষে একটি পথসভায় বক্তব্য রাখতে উঠেই বিস্ফোরক মন্তব্য তাঁর।

 

সব জল্পনায় জল ঢেলে সৌমিত্র খাঁ বলেন, ‘কোনওদিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে। প্রয়োজনে মৃত্যুবরণ করতেও রাজি আছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনও দিন মাথা নত করব না। ভাইপোকে জুতো মারতে রাজি আছি কিন্তু তার অধীনে রাজনীতি করতে নয়।’

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র ফের বলেন, ‘হরিদাস ভাইপো বাংলাকে যেভাবে অশান্ত করছেন ও ২ তারিখের পর ডায়মন্ড হারবারে যেভাবে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলেন, সেই হিসাবে বলছি, হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি, কিন্তু তার অধীনে দল করতে নয়।’

সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি শিখে সাংসদ হয়েছেন ও নাম কুড়িয়েছেন সৌমিত্র। আজ তিনি ফের তৃণমূলে ঢোকার জন্য হাঁকপাঁক করছেন। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর টানতেই এমন কথা বলছেন তিনি। কিন্তু দলের জেলা স্তর থেকে নিচু স্তরের কর্মীরা চান না, তিনি কোনও ভাবে তৃণমূলে ফিরে আসুন।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে 

news